ধীর গতিতে কমছে জল, অবশেষে স্বস্তিতে ঘাটালবাসী

এবার ছন্দে ফিরছে ঘাটাল।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 7.01.31 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল চন্দ্রকোনা এবং গড়বেতার বিস্তীর্ণ এলাকা। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর গড়বেতা এবং চন্দ্রকোনায় বন্যার জল কমে গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে বৃষ্টি থেমে গেলেও ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও কার্যত জলের তলায়। নষ্ট হয়েছে কয়েকশো বিঘা চাষের জমি। গত লোকসভা নির্বাচনের সময় ঘাটালের মাটিতে দাঁড়িয়ে, ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করা হবে।  তার প্রাথমিক কাজ শুরুও হয়েছিল। তবে বর্ষাতে বন্যার প্রকোপ দেখা গেল ঘাটালে। 

সেচ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, "বৃষ্টির জলে নয়, রাজ্যের সাথে কথা না বলে অপরিকল্পিতভাবে ডিভিসির ছাড়া জলে ঘাটাল পোর্ট, চন্দ্রকোনাসহ গড়বেতার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা সেচ দফতরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিচ্ছি বন্যা নিয়ন্ত্রণের জন্য। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জল জমে থাকা এলাকায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিনা খরচে নৌকা চালানো হচ্ছে। পাশাপাশি পূর্ত দফতর এবং সেচ দফতরের পক্ষ থেকেও রাস্তাঘাট মেরামতির কাজ শুরু হয়েছে"। অবশেষে কিছুটা হলেও সচলের পথে ঘাটালের বন্যা কবলিত এলাকা।

diguadnew

WhatsApp Image 2025-06-24 at 7.01.32 PM