New Update
/anm-bengali/media/media_files/2025/06/29/whatsapp-image-2025-06-29-at-2025-06-29-18-49-06.jpeg)
SUBARNAREKHA
নিজস্ব সংবাদদাতা - সূত্র মারফত জানা যাচ্ছে, আজ বিকাল 4টের সময়, গালুডি থেকে প্রায় 1,50,990 কিউসিক জল ছাড়া হয়েছে। এরফলে নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। মূলত এই জল ছাড়ার ফলে,ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সুবর্ণরেখা নদীর জল বাড়বে। এরফলে এই দুই এলাকার জলস্তর বাড়বে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/tKYEGTNXt6wEaCfvaBOo.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us