সীতারামপুরের বৈরাগী বাগান এলাকায় ২বছর থেকে পানীয় জলের অসুবিধা, আপাতত দেওয়া হবে ট্যাঙ্কারে জল

ডিসেম্বর থেকে শুরু হবে কাজ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-10-15 180031

হরি ঘোষ, আসানসোল: আসানসোল পৌর নিগমের কুলটি বোরোর অন্তর্গত ১৯নং ওয়ার্ডের বৈরাগী বাগান এলাকার বাসিন্দারা আজ সকালে আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ে এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অভিষেক চরণের সাথে সাক্ষাৎ করে তাদের এলাকার পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান যে গত ২ বছর থেকে পানীয় জলের অসুবিধা রয়েছে ১৯ নং ওয়ার্ড সীতারামপুরের বৈরাগী বাগান এলাকায়। এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এলাকাবাসীদের  জানিয়েছেন যে এই কাজের টেন্ডার হয়ে গিয়েছে। এবার ডিসেম্বর মাস থেকে পানীয় জলের পাইপ লাইনের কাজ হবে।

এখন কালীপুজো ও দীপাবলির সময় একটি ট্যাঙ্কার করে জল পাঠানো হবে এবং ছট পুজোর সময় ২টি ট্যাঙ্কার করে জল পাঠানো হবে বলে জানিয়েছেন টিঙ্কু ভর্মা এবং রেনু দেবী।

Screenshot 2025-10-15 180048