নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে, ঘাটালের পর এবার দুঃশ্চিন্তা বাড়ছে চন্দ্রকোনায়

চন্দ্রকোনা ১ ব্লকের যাদবপুরে ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে চন্দ্রকোনার দুটি ব্লকের একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-15 at 5.37.06 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘাটালের পর এবার দুঃশ্চিন্তা বাড়ছে চন্দ্রকোনায়। শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর প্রাথমিক বিপদসীমা ছুঁয়েছে। আর তাতেই দুঃশ্চিন্তা চন্দ্রকোনার নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের।

গত ১৮ জুন বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় চন্দ্রকোনা ১ ও চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের একাধিক নদী বাঁধ ভেঙে গিয়েছিল। আর সেই বাঁধ মেরামত না হওয়ায় গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে চন্দ্রকোনার নদীগুলির জলস্তর। বেশ কিছু জায়গায় নদীর ভাঙা বাঁধ থেকে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিকুন্ডু গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে এলাকায়। গ্রামে বাড়ির সামনে দিয়ে বইছে নদীর জল। যাদবপুর এলাকায় চারটি জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে গিয়েছিল গত ১৮ জুন ভয়াবহ বন্যায়। সেইসব ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় আতঙ্কে এলাকাবাসী। যাদবপুরসহ নদীর জল ঢুকে প্লাবিত হবে হালদারবেড়, আটঘোরা, শ্রীরামপুর সহ ৭-৮ টি গ্রাম। ইতিমধ্যে জলে ডুবেছে ধান চাষের জন্য বিজ তলা সহ কৃষিজ ফসল আর তাই দুঃশ্চিন্তায় কৃষকরাও। 

Screenshot 2025-07-15 172057