বাড়ি থেকে বোতলে করে জল আনতে হয় পড়ুয়াদের! এ কি অবস্থা?

দ্রুত ব্যবস্থার আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-10 184812

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এলাকায়  শ্রীরামপুর প্রথমিক বিদ্যালয়ে দীর্ঘ ২ মাস ধরে পানীয় জলের সঙ্কট চলছে। শ্রীরামপুর এলাকায় এক জায়গায় দুটি স্কুল একটি প্রাথমিক, আর একটি আইসিডিএস। মোট পড়ুয়ার সংখ্যা ১৫০ জন। এলাকাবাসী ও স্কুল শিক্ষিকাদের দাবি দুটি স্কুলের একটি  টিউবওয়েল আর সেটাও প্রায় দুই মাস ধরে নাকি বিকল। এতোগুলা পড়ুয়ার পানীয় জল ও মিড্ ডে মিল রান্নার জল দূর থেকে আনতে হয়, এবং পড়ুয়াদেরকে বাড়ি থেকে বোতলে করে জল আনতে হয়। তাই গ্রামবাসী ও প্রধান শিক্ষিকার দাবি প্রশাসন দ্রুত যাতে এর সমাধান করে। দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান।

Screenshot 2025-11-10 184852