নেই বিদ্যুৎ, নেই জল! ভ্যাপসা গরমে অতিষ্ঠ গ্রামবাসীরা

পানীয় জল না পেয়ে চরম বিপাকে আদিবাসী অধ্যুষিত এলাকার প্রায় ১০০ টি পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামের।

author-image
Pallabi Sanyal
New Update
১২

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনের উদ্যোগে গ্রামের মানুষজনকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হলেও, সেই জল পানের উপযোগী নয়, তার ওপর ১৫ দিন ধরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। দুই  মিলিয়ে পানীয় জল না পেয়ে চরম বিপাকে আদিবাসী অধ্যুষিত এলাকার প্রায় ১০০ টি পরিবার। প্রশাসনের বিরুদ্ধে উঠছে চরম গাফিলতির অভিযোগ।   আদিবাসী অধ্যুষিত  পরিবারগুলির দাবি, বারে বারে প্রশাসনকে জানিয়ে মিলেছে শুধু আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি।  ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামের।

ি

গ্রামের মানুষজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষজনরা, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল না পাওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে, করঞ্জি গ্রামে ৯,৮৭,৫৬৯ টাকা ব্যয়ে পানীয় জলের জন্য পাম্প বসানো হলেও, সেই জল একেবারেই খাওয়ার উপযোগী নয়, প্রায় তিন মাস ধরে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনকে সমস্যার কথা  জানিয়েও মেলেনি সুরাহা। তার ওপরে প্রায় ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, এর ফলেই ১৫ দিন ধরে বন্ধ পাম্প হাউস। ঘটনায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। বি দ্রুত  পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। চাইছেন গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্লকের বিডিও রথীন্দ্র অধিকারী বলেন, 'সমস্যার কথা শুনেছি, দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।'