জল অপচয় করলেই ৫০০০ টাকা জরিমানা!

বেঙ্গালুরুতে তীব্র জল সংকট দেখা দিয়েছে। জল অপচয় করলেই দিতে হবে ভারী অঙ্কের জরিমানা। বাসিন্দাদের পানীয় জল ব্যবহার ২০ শতাংশ হারে কমিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
qpoiutre

নিজস্ব সংবাদদাতা: গ্রীষ্মের মরশুম পুরোপুরি আসেনি এখনও। তার মধ্যেই তীব্র জল সংকট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে। এক হাউজিং সোসাইটি পানীয় জল অপচয়ে ৫০০০ টাকা জরিমানার বন্দোবস্ত করেছে।
হোয়াইটফিল্ডের পাম মিডোজ হাউজিং সোসাইটি (Palm Meadows Housing Society) জানিয়েছে, শেষ চারদিন ধরে তাদের জল সরবরাহ করেনি ব্যাঙ্গালোর জল সরবরাহ ও নিকাশি বোর্ড (BWSSB)। এতটাই সংকটজনক অবস্থা যে জল অপচয় হচ্ছে কি না তা নজরদারির জন্য আলাদা করে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
ইতিমধ্যেই, বাসিন্দাদের পানীয় জল ব্যবহার ২০ শতাংশ হারে কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



Add 1

cityaddnew

স

Addd 3