নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জেরে আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
/anm-bengali/media/post_attachments/a4298f03efbbdd8381268c014a3b156474325f75b4bc0253c3b82879d00ec53d.jpg)
আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে, আজ থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আরও জানিয়েছেন যে, দার্জিলিং কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
/anm-bengali/media/post_attachments/e428c57521fcd7530ac11efc9addc97ca848fa91f35341cb97d83d9fa5fdde26.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)