সৌমিত্রর হুমকি-'তৃণমূল কর্মীদের চোখ উপড়ে নেব', সুজাতা বললেন 'আমাকেও দীর্ঘদিন অত্যাচার করেছে'

সৌমিত্র খাঁয়ের হুমকির পাল্টা দিলেন সুজাতা মণ্ডল।

New Update
112

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভোট মানেই প্রচারে চরম উত্তেজনা। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের মুখে শোনা গেল তৃণমূল কর্মীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা বলেন, "আমার চেনা হুমকি। দিনের পর দিন ঘরে অত্যাচার করত।" 

soumitra.jpg

ভোট প্রচারে বাঁকুড়ার ময়নাপুর গ্রামে গিয়েছিলেন বিষ্ণুপুরের বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে তিনি বলেন, "এখানে পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারেনি। কোতুলপুর, ইন্দাস বিধানসভায় মানুষ ভোট দিতে পারেনি। কয়েকজন নাচানাচি করছে। আমি বলে দিচ্ছি তৃণমূল আঘাত করলে চোখ উপড়ে নেব।" 

Add 1

সৌমিত্র খাঁয়ের পাল্টা দিয়ে সুজাতা মণ্ডলের বলেন, "এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, হাত পা ভেঙে দেওয়ার বাইরে আর কী করতে পারে জানি না। এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করেছে। তাই প্রাণভয়ে বেরিয়ে এসেছি। আর ময়নাপুরের মানুষ তো ১০ বছর সাংসদকে দেখেনি। যেই ভোট এসেছে, যেহেতু আমি ময়নাপুর থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য তাই গিয়েছেন। উনি ময়নাপুরে ময়না সাজতে গিয়েছেন।" 

cityaddnew

স

স