New Update
/anm-bengali/media/media_files/GT5diZhECP9t9dOQHYMB.jpg)
নিজস্ব সংবাদদাতা : সিবিআই দফতরে যখন নিয়োগ দুর্নীতির বিষয়ে ঝুরি ঝুরি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অন্যদিকে তখন তার বাইরে বেরনোর অপেক্ষায় দলীয় কর্মী-সমর্থক-অনুগামীরা। ট্যুইটারে নজর কাড়ছে একটি পোস্টার। যেখানে লেখা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে দমিয়ে রাখা যাবে না। তিনি বাঘের মতো বেরিয়ে আসবেন। পোস্ট করেছেন আদান জুবেইন। ইন্ডিয়া ওয়ান্ট মমতা দি নামে একটি গ্রুপের হেড তিনি এবং সমাজ কর্মীও।
No one can STOP you #AB !
— Adan Zubain (@aitcadan) May 20, 2023
BENGAL is with You!!
@abhishekaitc 💚#UnstoppableAB#AbhishekBanerjee#JonoSanjogYatrapic.twitter.com/W6XsJtr392
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us