New Update
/anm-bengali/media/media_files/oFEUrO9Fn6oov3yVs4zi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ সারা দেশে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। সেই নিয়ে গোটা রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। রাজ্যে কেশপুর বিধানসভা কেন্দ্রের তুষখালির ১৬ নম্বর বুথে বিজেপি পার্টি অফিস সহ একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হয়েছে। সেখানে বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/media_files/C3dpxWvF3cZpBhE6Ak6w.jpg)
/anm-bengali/media/media_files/KCkFmaeI0mHDy7OfNLYz.jpg)
জানা গিয়েছে, আজ ভোররাতে হামলা চালানো হয় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে। পোলিং এজেন্ট মন্টু পান, গোবিন্দ মাল, ভাদু পান, অসিত পান, শিশির পান ও বিভাস রানার বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমুল বুথ সভাপতি দিলীপ রানার অভিযোগ বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ।
/anm-bengali/media/media_files/25Uu4yvflj7riQRfRUae.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us