SIR আবহে তোলপাড় রাজ্য ! এরমধ্যেই ফের চাঞ্চল্যকর তথ্য ভোটার লিস্টে

কি তথ্য উঠে এল ভোটার লিস্টে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর বিধানসভার মাত্র একটি বুথে মৃত ভোটারের সংখ্যা  ৪৯ জন। যেখানে ওই বুথে ভোটার সংখ্যা মোট ৭১৫ জন। আর এবার ইলেকশন কমিশনের এর কাছে এই বিষয়েই অভিযোগ দায়ের করলো বিজেপি। একের পর এক মৃত ভোটারদের বাড়িতে গিয়ে তথ্য-তালাশ শুরু। প্রত্যেকের বাড়িতে গিয়েই দেখা গেল কেউ মারা গিয়েছেন তিন বছর আগে, কেউ মারা গেছেন চার বছর আগে তো কেউ মারা গেছেন সাত বছর আগে। এমনকি কিছু কিছু পরিবারের একাধিক সদস্য মারা যাওয়ার পরেও ভোটার লিস্টে জ্বলজ্বল করছে তাদের নাম।

 ক্যামেরার সামনে, ভোটার লিস্টে মৃত ভোটারদের নাম থাকা নিয়ে প্রশাসনের ঘাড়েই দায় ঠেললেন মৃতদের পরিবারের সদস্যরা। এরপর এলাকার বি এল ও (BLO)-র কাছে গেলেন তারা, মূলত এই মৃত ভোটারের নাম বাদ দিয়ে দেওয়াই যাদের দায়িত্ব। এই বিষয়ে বি এল ও (BLO) প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করলেও, পরে চাপের মুখে পড়ে সরাসরি দায় চাপিয়েছে প্রশাসনিক আধিকারিকদের দিকে। বারবার মৃতদের তথ্য জমা দিলেও নাম বাদ যায়নি ভোটার তালিকা থেকে, দাবি বি এল ও (BLO)-র। 

WhatsApp Image 2025-08-02 at 3.36.46 PM
FAKE VOTER LIST

এত মৃত ভোটারের নাম কিভাবে এল ভোটার তালিকায় ? প্রশ্ন উঠতেই মহকুমাশাসকে উত্তর দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হল। তার দাবি, এ বছরের শুরু থেকে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করেছেন তারা। ভোট পূর্ববর্তী সময়ে যে ড্রাফট রোল প্রকাশ হবে ইলেকশন কমিশনের তরফে, সেই ড্রাফট রোলে বেশিরভাগ মৃত ভোটারদের নামই থাকবে না বলে দাবি করেছেন মহাকুমা শাসক মধুমিতা মুখার্জি। 

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যের শাসকদলকে নিশানা করেছে বিজেপি। ইতিমধ্যেই জেলাশাসক ও কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকের অফিসে ইমেইল মারফত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কর গুচ্ছাইত। শাসক দলকে কড়া ভাষায় নিশানাও করেছেন তিনি।