/anm-bengali/media/media_files/McXUnv2d2SX8d3Ho09cv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রাজ্য জুড়ে ২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট চলছে। বসিরহাট লোকসভাতেও আজ চলছে শেষ দফার নির্বাচন। আর এই শেষ দফা নির্বাচনে সন্দেশখালি বিধানসভা এলাকার নতুন সূর্য উদয় দেখল এলাকার মানুষজন।
/anm-bengali/media/media_files/73UDtRyiVnZHKNwljdTR.jpg)
সন্দেশখালির মানুষের দাবি বামফ্রন্টের আমলে তারা ভোট দিয়েছিল। তারপর ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। আর এই তৃণমূল সরকারের আমলে সন্দেশখালি বিধানসভা এলাকার মানুষ বেশিরভাগই ভোট দিতে পারেনি। তাদের দাবি শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাদের মতই লোক থাকার কারণে অনেকেই বাড়ি থেকে ভয়ে ভোট দিতে বেরোতে পারতো না।
/anm-bengali/media/media_files/WR1C6i6Dvhf1ob4lWGOR.jpg)
/anm-bengali/media/media_files/bxXyoc8I9Hleq67iiNvz.jpg)
অন্যদিকে বুথ কেন্দ্রে গেলেও তাদের বলা হত ভোট হয়ে গেছে। এবার ভিন্ন চিত্র দেখা গেল সন্দেশখালি বিধানসভা এলাকায়। এলাকাবাসীদের দাবি তারা এবার শেখ শাহাজাহান, শিবু প্রসাদ হাজরা, উত্তম সর্দার বিহীন ভোট দিয়েছে।
/anm-bengali/media/media_files/UwxLbdE2OMoAUxSQ6iJO.jpg)
তারা জানিয়েছে, এই লোকসভা ভোটে সন্দেশখালির বিভিন্ন বুথে কেন্দ্র বাহিনী পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে।তারা জানিয়েছে, এবার নিজের ভোট নিজেই দিয়েছেন মানুষ। সন্দেশখালি বিধানসভায় শেখ শাহাজাহান বিহীন ভোট দিয়ে চরম খুশি হয়েছেন সন্দেশখালির স্থানীয় বাসিন্দারা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us