পুলিশের উপস্থিতিতে সবং-এ শুরু হয়েছে ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। রবিবার রাতের দিকে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, সোমবার ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। এদিকে আজ সোমবার সকাল থেকে পুলিশের উপস্থিতিতে সবং-এ শুরু হয়েছে ভোটগ্রহণ।

author-image
SWETA MITRA
New Update
vote sabang.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিমমেদিনীপুরজেলারসবংব্লকেরকানাইশোলএলাকায়৫১নংবুথেএইমুহূর্তে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। গতজুলাইগন্ডগোলহওয়ারপরভোটবন্ধহয়েযায়।আজসকালথেকেশান্তিপূর্ণভাবে পুনর্নিবাচন চলছে। মোতায়েন রয়েছেপুলিশবাহিনী।