পঞ্চায়েত ভোটে বিরাট পদক্ষেপ! এবার কন্ট্রোল রুম চালু

পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গে খোলা হল ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম। আজ থেকে ভোটকে ঘিরে যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করতে হবে এই কন্ট্রোল রুমকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
voteb

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করতে এবার জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাজ করবে এই কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে যে অভিযোগগুলি আসবে সেগুলিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উত্তর দিতে হবে।  

রাজনৈতিক দলগুলিকে কন্ট্রোল রুমের নম্বর দিয়ে দেওয়া হবে। ভোটের দিন কন্ট্রোল রুমের নম্বর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে লাগিয়ে দিতে হবে। কোন অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ হচ্ছে, তা নোট করার জন্য রেজিস্টার রাখতে হবে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি।