প্রচারে বিজেপি নেতা

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতা নবারুণ নায়ক প্রচার শুরু করলেন তমলুকে।

author-image
Poulami Samanta
New Update
123

নিউজ ডেস্ক, তমলুক :

তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলের কিসমত পুতপুতিয়া গ্রামে 118 নং বুথে 22নং তমলুক পঞ্চায়েত সমিতির প্রার্থী আশিস মণ্ডল ও এই বুথের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী শশাঙ্ক শেখর দিণ্ডা। বহু সংখ্যক মানুষ নিয়ে অতি উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই প্রার্থীদের হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সামিল  হন বিজেপি নেতা নবারুন নায়েক।