নেই রাস্তা, নেই পানীয় জল, নেই সঠিক চিকিৎসা ব্যবস্থা! ভোট বয়কট আমাকুলি গ্রামে

আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
xvbbcvx24.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে আজ। বিনপুর দু’নম্বর ব্লকের আমাকুলি গ্রামের মানুষ ভোট বয়কট করলেন। আমাকুলি গ্রামে ৫০ টিরও অধিক পরিবারের বসবাস রয়েছে।

xvbbcvx25.jpg

স্বাধীনতার এত বছর পরেও উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছায়নি এই আমাকুলি গ্রামে । নেই রাস্তা নেই পানীয় জল। গ্রামে দুটি পানীয় জলের চাপকল থাকলেও জল পানের অযোগ্য, দুর্গন্ধ যুক্ত জল পান করেই দীর্ঘ বছর থাকতে হচ্ছে আমাকুলি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ জনদের।

xvbbcvx26.jpg

ভোট আসে ভোট যায়। নেতা মন্ত্রী আসেন, দেন শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। উন্নয়ন আর আসছে না গ্রামের ধারের কাছে। এভাবেই এত গুলো পরিবারকে দিন কাটাতে হচ্ছে দীর্ঘ বছর ধরে। বর্ষা কালে রাস্তা যোগাযোগের যোগ্য থাকেনা। গ্রামের কোনও মানুষের শরীর অসুস্থ হলে পাঁচ কিলোমিটার  জল কাদা পেরিয়ে ডাক্তার দেখাতে যেতে হয়। নেই সঠিক চিকিৎসা ব্যবস্থাও। অস্বাস্থ্যকর পরিবেশে রোগ জ্বালা নিয়ে বেঁচে আছেন আমাকুলি গ্রামের আদিবাসী পরিবারগুলো।