/anm-bengali/media/media_files/2025/10/26/screenshot-2025-10-26-pm-2025-10-26-16-26-24.png)
নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার রয়েছে ছট পূজা তার আগে চন্দ্রকোনা শহরে ঘাট পরিদর্শন করলেন চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় ও চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র।রবিবার চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোঁসাইবাজারে দালাল পুকুরে ঘাট পরিদর্শন করেন থানার ওসি ও চেয়ারম্যান।সাথে ছিল চন্দ্রকোনা পৌরসভার সাফাই দপ্তর,বিদ্যুৎ দপ্তরের ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক কর্মীরা।গোঁসাইবাজারে দালালপুকুর পাড় সংলগ্ন এলাকায় বসবাস রয়েছে বিহারি সম্প্রদায় পরিবারের।
/anm-bengali/media/post_attachments/10f6e979-12d.png)
তাদের সব থেকে বড় পূজা ছট পুজো।ছট পুজোয় ঘাটগুলিতে যাতে সুষ্ঠ ভাবে বিহারী সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পুজো পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঘাট পরিদর্শন করা।দালালপুকুরে ছট পূজার ঘাট অস্থায়ী ভাবে সংস্কার করা,আলোর ব্যবস্থা সহ যা প্রয়োজন স্থানীয় ছট পুজো কমিটির সদস্যদের সাথে আলোচনা করে বন্দোবস্ত করা হবে বলে জানান চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র।চন্দ্রকোনা থানার পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হয় ছট পূজা কমিটির সদস্যদের,নিরাপদ ও নির্বিঘ্নে যাতে ছট পুজো সম্পন্ন হয় পুলিশ সেদিকে নজর রাখবে পুলিশের জানানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us