ডেবরা ব্লক অফিসে বিশ্বকর্মা পুজো, পুজোতে মাতলেন বিডিও, জয়েন্ট বিডিও সহ কর্মচারীরা

কারা কারা ছিলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-17 at 5.26.53 PM

নিজস্ব প্রতিনিধি, ডেবরা: বুধবার বিশ্বকর্মা পুজোতে সাড়ম্বরে মাতলেন ডেবরা ব্লকের ভিডিও থেকে কর্মচারীরা। পুজোতে বসেছেন জয়েন্ট ভিডিও। পুজোয় মাতলেন ব্লক অফিসের কর্মচারীরা।এদিন পুজোতে উপস্থিত থাকলেন ব্লকের ভিডিও প্রিয়ব্রত রাড়ী, জয়েন্ট ভিডিও দেবাশীষ বিশ্বাস, অফিসে কর্মরত কর্মচারী ও ইঞ্জিনিয়াররা। রীতি মেনে পুজো, হোম যজ্ঞ, খাওয়া-দাওয়া সবই হলো জমিয়ে। সন্ধ্যায় রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাটক, আবৃতি, গান, মুখাভিনয়। বিভিন্ন নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়েছে যেখানে কর্মরত অফিসার ও তাদের পরিবারগুলিও অংশগ্রহণ করেছে। 

How to perform Vishwakarma Puja in 2025: Puja vidhi, rituals and ...