New Update
/anm-bengali/media/media_files/2024/12/01/g5Nbq7vpzAkK88JSBg9V.jpeg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস সহ একাধিক ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে এবার দুর্গাপুরে পথে নামল বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ।
/anm-bengali/media/post_attachments/8242a0e1-b26.png)
দ্রুত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের উপর হামলা কেন চালানো হচ্ছে তারও জবাব দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।
/anm-bengali/media/post_attachments/lingo/atbn/images/story/202411/674ad9a34d385-siliguri-302341834-16x9.jpg?size=948:533)
বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘের সদস্য অজয় বাউরি বলেন,আমরা বাংলাদেশের শান্তি চাইছি। ইসকনের সন্ন্যাসীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমরা এই দাবি রাখছি। ভারত সরকারও এই ঘটনার সেইরকম কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ভারত সরকারও এই বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।
/anm-bengali/media/post_attachments/43376333-d2b.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us