জলবন্দী মুর্শিদাবাদের ভরতপুরের বহু গ্রাম! দুর্ভোগ বাসিন্দাদের

তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-08-05 at 2.42.39 PM

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: জলবন্দী মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ ব্লকের বহু গ্রাম। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের ভরতপুর ১ ব্লক -এর বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে। সুখদানপুর গ্রামের অবস্থা অত্যন্ত শোচনীয়। চারদিক থেকে বন্যার জলে ঘেরা এই গ্রামের বাসিন্দারা নৌকা ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনওমতে যাতায়াত করছেন। ভরতপুর ১-এর বিডিও দাওয়া শেরপা এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান। তাঁরা জলমগ্ন গ্রামগুলি ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। শ্যামপুর, গড্ডা, চাঁচোয়া, বালিচুনা, সিংহারি, চাঁদপুর, কোল্লা, জাখিনা, ছত্তরপুর, ইব্রাহিমপুর, হামিদপুর, আঙারপুর -এর মতো গ্রামগুলির বেশিরভাগ মাঠই এখন জলের নিচে। এর মধ্যেই কোল্লা গ্রামের স্কুলে ইউনিফর্ম পরা ছাত্রীদের দেখা যায় জল ভেঙে স্কুলে যেতে। ভরতপুর ১-এর বিডিও দাওয়া শেরপা জানান যে পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং ত্রাণ শিবিরও খোলা হচ্ছে।

কান্দি-সালার রাজ্য সড়কের আঙারপুর বক্স ব্রিজের কাছে বিপদ এড়াতে পুলিশের পক্ষ থেকে বাঁশ পুতে লাল কাপড় ও রেডিয়াম স্টিকার লাগিয়ে রাস্তার বিপদসীমা চিহ্নিত করা হয়েছে। 

Screenshot 2025-08-05 142512