মনসা পুজোর মধ্যেই চটুল নাচের আয়োজন! প্রতিবাদ করায় মার খেল ভিলেজ পুলিশ

ভিলেজ পুলিশের সামনেই হল দেদার নাচ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-02 at 7.26.37 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাতের অন্ধকারে মঞ্চ সাজিয়ে তুমুল ঝংকারে তাল মিলিয়ে নাচছে স্বল্পবাস কিশোরীরা। চলছে ডান্স হাঙ্গামা। মনসা পুজোর নামে নাকি বসেছে এই নাচের আসর। বিচিত্র অঙ্গভঙ্গিতে জামা আর টাকা উড়িয়ে নাচ। প্রকাশ্যেই চলছে মদ্যপান। তা নিয়ে প্রতিবাদ করায় কর্তব্যরত ভিলেজ পুলিশকে বেধড়ক মার, ভেঙে দেওয়া হল মোবাইল। 

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাউলকুড়ি অঞ্চলের আন্দুলিয়া গ্রামের মন্ডলপাড়া এলাকার। কয়েকদিন ধরেই মনসা পুজোর আয়োজন চলছে। পুজো চলাকালীন রাতে চটুল নাচের আয়োজন করে কমিটির সদস্যরা। গ্রামীণ এলাকায় অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই কম পোশাকে মেয়েদের নাচতে দেখে স্থানীয়রা। তখনই কেউ প্রশ্ন তোলেন মেয়েদের গায়ে ছোট পোশাক থাকলে গ্রামীন এলাকায় অনুষ্ঠান কে দেখবে? এটাই কি সবং এলাকার সংস্কৃতি? তখনই এলাকাবাসীদের সাথে তর্ক বিতর্ক শুরু হয় কমিটির সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওই এলাকায় কর্তব্যরত ভিলেজ পুলিশ সরোজ কুমার জানা। তারপর কমিটির সদস্যদের অনুষ্ঠান বন্ধ করার কথা বলতেই বিতর্ক শুরু হয়। পাশাপাশি হুমকিও দেন কমিটির সদস্যরা। ভিলেজ পুলিশকে সামনে রেখে পাঁচটি চটুল নাচ প্রদর্শন করা হয়। 

গত বৃহস্পতিবারের এই ঘটনায় আক্রান্ত ভিলেজ পুলিশের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করে সবং থানার পুলিশ।  ধৃতদের নাম অশোক মন্ডল, বুদ্ধদেব মন্ডল এবং টোকন চন্দ্র মন্ডল।

WhatsApp Image 2025-06-02 at 7.26.37 PM (1)