New Update
/anm-bengali/media/media_files/99ZZdv0Y5ZqVAunap1N6.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ওড়িশার বালাশোরে ট্রেন দুর্ঘটনায় নিহত চন্দ্রকোনার বোনা এলাকার বিজয় মন্ডল(৫৫)। মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়লো পরিবারের সদস্যরা। জানা যায়, কটকে চিকিৎসার জন্য গিয়েছিলেন নিহত ব্যক্তি। যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা। ট্রেন দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি,পরে মৃত্যুর খবর এসে পৌঁছায় পরিবারের সদস্যদের কাছে।তারপরই পরিবারের সদস্যরা বালাসোরের উদ্দেশ্য রওনা দেন। মৃতদেহ শনাক্ত করে দেহ বাড়িতে নিয়ে আসেন।বাড়িতে মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়লো গোটা পরিবার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us