বিশ্ব পরিবেশ দিবসে সমাজকে বার্তা, গাছ কাটার ক্ষেত্রে কড়া নজরদারি

নজরদারি চালাচ্ছে কে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-05 at 1.30.28 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হল ডেবরা পঞ্চায়েত সমিতি, ডেবরা ব্লক প্রশাসন ও ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালের উদ্যোগে। ডেবরা অডিটোরিয়াম হল থেকে ডেবরা হাসপাতাল পর্যন্ত সাদা টি-শার্ট আর টুপি পরে স্বাস্থ্য কর্মী থেকে প্রশাসনিক কর্তারা সবাই সামিল হন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী, জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার স্বরূপ পাত্র, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, ডেবরা BMOH সহ অনান্যরা। এদিন ডেবরা অডিটোরিয়াম হলে শপথ বাক্য পাঠ করার পর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডেবরা গ্রামীন হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, "এলাকায় অবাধে গাছ কাটা এবং গাছ চুরির একটা প্রবণতা আছে। আমরা তা নিয়ে সবাইকে সচেতন করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেব। আমরা সবাই মিলে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ নিয়ে সচেতনতার বার্তাও দিলাম"। 

bdodebra