গরমের জ্বালা! প্রেসার কুকারে ঢুকে বসে সাপ, ডাব-লস্যির দোকানে ছুটছে মানুষ

গরমে শুধু মানুষ নয় প্রাণীরাও অতিষ্ঠ। সেই চিত্রই ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়।

New Update
covers

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সমস্ত রেকর্ড ছাপিয়ে আজ বেলা ১১টা থেকেই ঝাড়গ্রামের তাপমাত্রা ৪২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস ৪৫ ডিগ্রি যার অনুভুতি আরো ২ ডিগ্রি বেশী হবে। এই অবস্থায় মানুষ থেকে শুরু করে হাতি, সরীসৃপ সবার নাজেহাল অবস্থা। জেলার বিভিন্ন জায়গায় গরমে নাকালের বিভিন্ন ছবি উঠে আসছে। জমির অবস্থা ফুটিফাটা। যে সমস্ত সব্জি বা তৈলবীজ চাষ হয় তাও গরমে ঝলসে যাচ্ছে।

FBGNM,

নয়াগ্রামে জলের আশায় হাতির দল বাঁধে ঘোরাফেরা করলেও খুব একটা লাভ হচ্ছে না। জল শুকিয়ে যাওয়ায় কাদা মেখেই গা ঠান্ডা করতে হচ্ছে তাদের। বিনপুরে আবার গরমের হাত থেকে রেহাই পেতে সোজা রান্নাঘরে উপস্থিত বিষাক্ত গোখরো। সে আবার রান্নাঘরে রাখা প্রেসার কুকারে ঢুকে আরামে ঘুমোচ্ছে। পরিবারের লোক দেখতে পেয়ে বনদফতরের হাতে তুলে দেয়। 

মানুষের অবস্থা আরো করুণ। কাজে বের হওয়া মানুষ গাছের ছায়ার উপর নির্ভর করছে। ফাঁকা রাস্তায় ভিড় শুধু ডাবের দোকান ও লস্যির দোকানে। অনেকেই প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে। এক কথায় নাজেহাল অবস্থা। গোদের উপর বিষফোঁড়া গরম হাওয়া যা সহ্য করা আরো কষ্টকর হয়ে পড়ছে।



Add 1