জাতীয় মহিলা কমিশনের সফরের মধ্যেই সরব আক্রান্তরা

NIA ও CBI তদন্তের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর।

author-image
Jaita Chowdhury
New Update
NIA.jpg

নিজস্ব সংবাদদাতা: জাতীয় মহিলা কমিশনের সফরের মধ্যেই মুর্শিদাবাদে সরব আক্রান্তরা। ধুলিয়ানে বিএসএফ ক্যাম্প ও NIA তদন্তের দাবিতে সোচ্চার। NIA ও CBI তদন্তের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে সোচ্চার এলাকাবাসী।

এবার কৃষক বিক্ষোভের ফলে উত্তাল হয়ে উঠল ওড়িশা