দুর্গাপুর ধর্ষণকাণ্ড- রাজ্যপাল বললেন নির্যাতিতা ভীত-সন্ত্রস্ত

আর কি বললেন রাজ্যপাল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-13 at 7.58.45 PM

হরি ঘোষ, দুর্গাপুর: সোমবার বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ। দীর্ঘ প্রায় এক ঘণ্টা যদি মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। তিনি কথা বলেন নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গে। বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথেও দীর্ঘক্ষণ কথা বলেন সিভি আনন্দ বোস। হাসপাতালেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "বেদনাদায়ক ঘটনা। আমি নির্যাতিতা এবং তার পরিবারের সাথে কথা বলেছি। যেটুকু কথা হয়েছে তা গোপনীয়। পরিবার যাতে বিচার পায় তার জন্য আমরা সমস্ত কিছুই করব। নির্যাতিতা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছে। এই ধরনের ঘটনা এই রাজ্যে প্রথম হল না। সাম্প্রতিককালে বেশ কয়েকটি এই ধরনের  ঘটনার অভিজ্ঞতা আমাদের হয়েছে। যে বাংলার হাত ধরে  নবজাগরণ এসেছিল সেই বাংলায় এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত"।

Rape