মুড়িগঙ্গায় আটকে গেল ভেসেল

সারারাত ঐ প্রবল ঠান্ডার মধ্যেই ভেসেলে বসে কাটাতে হয় পুণ্যার্থীদের।

New Update
muriganga vessel.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবছর শুরু থেকেই গঙ্গাসাগরকে ঘিরে দেখা যাচ্ছে একাধিক বিপত্তি। কখনও স্নানঘাট ভেসে যাচ্ছে, তো কখনও চড়ায় আটকে যাচ্ছে ভেসেল। আবার কখনও ঘন কুয়াশার দাপটে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে একাধিক পরিষেবা। ফের একবার মুড়িগঙ্গার চড়ে আটকালো ভেসেল।

গতকাল সন্ধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পথে ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কম থাকায় ভেসেলের চালক ঠিক ভাবে দিক নির্ণয় করতে পারেননি। ফলস্বরূপ চড়ার দিকে নিয়ে চলে যান ভেসেলটিকে। সেখানেই আটকা পড়েন চালক সহ ভেসেলের যাত্রীরা। সারারাত চেষ্টা করেও সেখান থেকে উদ্ধার হতে পারেননি তারা। তারপর ভোরের আলো ফুটতেই সেনাবাহিনীর বিশেষ বোট এসে পুণ্যার্থীদের একে একে উদ্ধার করে নিয়ে যায়। তবে সারারাত ঐ প্রবল ঠান্ডার মধ্যেই ভেসেলে বসে কাটাতে হয় পুণ্যার্থীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, চালক সহ সকলকেই উদ্ধার করেছে সেনাবাহিনী।

hiren