বিজেপির কার্যালয়ে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সকাল থেকে দফায় দফায় বচসা ও সংঘর্ষের ঘটনা ঘটে এলাকায়।

author-image
Adrita
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃআজ বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধ। জেলায় জেলায় আজ নানা অশান্তির খবর পাওয়া গিয়েছে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খাকুড়দাতে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।

Suri | Speculation among TMC ad BJP after the picture of a letter from  newly joined TMC member's goes viral - Anandabazar

দু’একজনের মাথাও ফেটেছে বলে দাবি গেরুয়া শিবিরের। তাদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।