/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-08-2025-12-08-14-03-28.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বোলপুরের ভূবনডাঙায় তীব্র উত্তেজনা। ভারতীয় তিব্বত সীমান্ত পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট দিদার শেখের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, বাড়ির দেওয়ালে রঙ ছিটানো, জল-লাইন ও ইলেকট্রিক সংযোগ কেটে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ করেছেন দিদার শেখ নিজেই। ইতিমধ্যেই তিনি বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ।
কিন্তু এখানেই শুরু হচ্ছে পাল্টা অভিযোগ। এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, “দিদার শেখের স্ত্রীই সবাইকে অতিষ্ঠ করে তুলেছেন। রাস্তায় দাঁড়িয়ে বাচ্চারা খেললে উপর থেকে জল ও রঙ ঢেলে দেন। নিত্যদিন ঝামেলা সৃষ্টি করেন।” তাঁদের আরও দাবি—ডেপুটি কমান্ড্যান্টের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
দুই পক্ষের অভিযোগ-প্রতিআভিযোগে গোটা ভূবনডাঙা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কার দাবি সত্য, কোন পক্ষের বক্তব্যে ফাঁক—সব খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই জানা যাবে প্রকৃত সত্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-08-2025-12-08-14-04-08.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us