আগামী সপ্তাহের শুরুতে বোম পড়বে, বেসামাল হবে তৃণমূল! শুভেন্দুর মন্তব্যে কাঁপল বাংলা

তৃণমূলকে নিয়ে ফের বড় মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
6u3u

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভোটবঙ্গে শুভেন্দু অধিকারীর মুখে ফের হুঁশিয়ারি। আগামী সপ্তাহের শুরুতে বোমা ফাটবে, তৃণমূল বেসামাল হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এর আগেও দিনক্ষণ বেঁধে শাসকদলকে চ্যালেঞ্জ ছুঁড়তে দেখা গিয়েছে শুভেন্দুকে। ভোটের বঙ্গে আবারও ভবিষ্যদ্বাণী তাঁর মুখে।

শনিবার মালদহে রতুয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।" 

Add 1

রতুয়ার সভামঞ্চ থেকে নেমে শুভেন্দু আরও বলেন, "আমি রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছি। আদালতের বিষয়ে কিছু বলতে পারব না। আর কাকুর গলা মিললে তো ভাইপো বিপদে পড়বে। এটা তো আমি সেদিনও বলেছি। আজ তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি। অন্য কথা তো বলিনি। বুঝে নিন সব।"