New Update
/anm-bengali/media/media_files/ujujOTNbNbbfZXhqP0qS.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃহুগলি জেলার উত্তরপাড়া থেকে চলছে সোনা পাচারচক্র। এই অভিযোগে মহারাষ্ট্রের সোনা পাচারকারীদের উত্তরপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ১১০ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া থানার বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই পাচারের কাজ। আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরি করা হত নকল সোনার বার। সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় সোনা এবং নগদ টাকা। অভিযুক্তরা এখন পুলিশ হেফাজতে রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us