New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকে ESI ও PF চালু করার দাবিতে উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মী ও গাড়ি চালকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন। তাঁদের সঙ্গে রয়েছে মজুরি বৃদ্ধির দাবিও।
কর্মীদের অভিযোগ, বছরের পর বছর কাজ করলেও তাঁদের মৌলিক সুযোগসুবিধা দেওয়া হচ্ছে না। ESI ও PF না থাকায় চিকিৎসা ও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা। এই আন্দোলনের ফলে পুরসভার পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত পুরসভার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলন কতদূর গড়ায়, সেদিকেই নজর স্থানীয়দের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us