পহেলগাঁও হামলা নিয়ে চাঁচাছোলা পোস্ট উরসুলা ভন ডের লেইনের

কী লিখছেন তিনি?

author-image
Jaita Chowdhury
New Update
জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, সরকারি চাকরি দেওয়ার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন 'এক্স'-এ পোস্ট করেছেন: "আজ পহেলগাঁও জঘন্য সন্ত্রাসী হামলা অনেক নিরীহ জীবন কেড়ে নিয়েছে। নরেন্দ্র মোদী এবং আজ শোকাহত প্রতিটি ভারতীয় হৃদয়ের প্রতি আমার গভীর সমবেদনা। তবুও আমি জানি যে ভারতের চেতনা অটুট। এই অগ্নিপরীক্ষায় আপনারা দৃঢ়ভাবে দাঁড়াবেন। এবং ইউরোপ আপনাদের পাশে থাকবে।"

পূর্ব কঙ্গোতে একের পর এক জঙ্গি হামলা, নিহত ২২