দেশজুড়ে বন্ধ ইউপিআই

আচমকা অনলাইনে পেমেন্ট করতে গিয়ে অসুবিধার মুখে পড়েন গ্রাহকরা।

author-image
Jaita Chowdhury
New Update
Online peyment

নিজস্ব সংবাদদাতা: শনিবার দেশজুড়ে বন্ধ ইউপিআই লেনদেন। বন্ধ হয়ে গেছে পেটিএম, গুগল পে, ফোন পে-এর মতো জনপ্রিয় লেনদেন পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন, অনলাইন পেমেন্ট করতে গিয়ে তাঁদের পড়তে হচ্ছে সমস্যার মুখে। রিচার্জ বা বিল পেমেন্টও হচ্ছে না আচমকা। 

 

Online peyment

ডাউন ডিরেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার সময় অভিযোগের সংখ্যা প্রায় ২০০ ছাড়িয়ে যায়। ৬৬ শতাংশ পেমেন্ট সংক্রান্ত জানিয়েছেন, বাকিরা ফান্ড ট্রান্সফার করতে পারেনি।