New Update
/anm-bengali/media/media_files/hqh9ZValr2i81WUQbDar.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গবাসীর আশঙ্কাই সত্যি হল। দুর্গাপুজোর (Durga Puja 2023) আনন্দে জল ঢালতে চলেছে বৃষ্টি। এমনই জানালো আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার বুলেটিন জারি করে একটি বড় তথ্য দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুলেটিনে জানানো হয়েছে, আজ থেকে আগামী ২২ অক্টোবর অবধি রাজ্যের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। যদিও আগামী ২৩ তারিখ থেকে বদল ঘটবে আবহাওয়ার (Weather)। ২৩ ও ২৪ অক্টোবর কলকাতা, হাওয়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণায় ঝেঁপে বৃষ্টির (Rainfall) আশঙ্কা রয়েছে।
Updated Weather forecast for Durga Puja Festival, 2023 over West Bengal. pic.twitter.com/a7Cvp7w0co
— IMD Kolkata (@ImdKolkata) October 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us