/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর দশমী মিটতেই ঘটলো বড়সড় অঘটন। যার জেরে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা। লাঠিচার্জ পুলিশের। ঘটনার সূত্রপাত, দুর্ঘটনা। ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক কিশোর। আরেক কিশোরের ২ হাত বাদ পড়ে। পরে তারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। আর তারই প্রতিবাদে পথে স্থানীয়রা। চলছে বিক্ষোভ। রাস্তায় স্ল্যাব ফেলে পথ অবরোধ স্থানীয়দের। এমনকি কিশোরের নিথর দেহ নিয়ে রাস্তায় নেমেছেন তারা। পুলিশ বাধা দিলে ছোড়া হয় ইঁট। দু পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। এক কথায় তুলকালাম পরিস্থিতি। ঘটনাস্থলে মানুষের ভিড়। রয়েছে পুলিশ। ক্রমে বাড়ছে উত্তেজনা। দায় কার? খারাপ রাস্তার কারণেই দুর্ঘটনা বলে অভিযোগ করছেন স্থানীরা। কাঠগড়ায় পুরসভার চেয়ারম্যান। একই দুর্ঘটনার কবলে পড়ে নিহত দুই কিশোর। প্রতিবাদে রণংদেহী মূর্তি ধারণ করেছেন স্থানীয়রা। সন্ধ্যার সময় পথ অবরোধের জেরে বাড়ছে ভোগান্তি।
/anm-bengali/media/post_attachments/bvrmUt1R8Xyqvg3wnMH9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us