অপহরণ! মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র চোপড়া

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে নতুন অভিযোগ। যদিও অভিযোগ মানতে চায়নি শাসক দল।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা  : বিরোধীদের মনোনয়নে বাধা প্রদান, নমিনেশনের কাগজ কেড়ে নেওয়া, ছিঁড়ে দেওয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের। এবার উঠলো অপহরণের অভিযোগ। চোপড়ায় বাম- কংগ্রেস কর্মীদের গাড়ি ভাঙচুর করে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।হাতিঘিসা মোড় এলাকায় ঘটনার পর  থেকেই খোঁজ নেই চোপড়ার দাপুটে কংগ্রেস নেতা অশোক রায়, সিপিআইএম নেতা বিদ্যুৎ তরফদার সহ একাধিক নেতৃত্বের। যা নিয়ে  ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

জানা যায়, হাতিঘিসা মোড় এলাকায় নমিনেশনের জন্য আসছিলেন বাম-কংগ্রেসের নেতা কর্মীরা। সেই সময় তাদের গাড়ি আটকায় একদল দুষ্কৃতী। চলে ভাংচুরও। বাম কংগ্রেসের নেতাকর্মীদের মারধর করে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। গোটা ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। কংগ্রেস নেতা অশোক রায়ের স্ত্রী সহ অন্যান্য বাম-কংগ্রেস কর্মী সমর্থকেরা চোপড়া থানায় অভিযোগ জানান। ঘটনার প্রতিবাদে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম কংগ্রেস নেতা কর্মীরা।