Know Your District "পরিচয়"! জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ
BREAKING: পদত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী!
সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ! বাংলাদেশের বরিষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করলো BSF
ফের শুরু হল খেলা ! হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল CBI
দলের নির্দেশেই সংসদে কাগজ ছিঁড়েছে তৃণমূল সাংসদ, স্পষ্ট দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত চিন ! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হঠাৎ করেই নয়া মোড়
বিজেপির সাথে কোনও সম্পর্ক কি আদৌ আছে দিলীপের ? বড় প্রশ্ন তুলে দিলেন কুনাল ঘোষ
‘সমস্যা থাকলে ভারতের পণ্য কিনবেন না’, আমেরিকাকে কড়া বার্তা ভারতের
‘মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু উনি ঠিক কথা বলছেন!’

মনোনয়নের তৃতীয় দিনেও অব্যাহত অশান্তি!

মনোনয়নের তৃতীয় দিনেও দফায় দফায় অশান্তির খবর সামনে আসছে। উত্তপ্ত জামুড়িয়া।

author-image
Pallabi Sanyal
New Update
১২

হরি ঘোষ, জামুড়িয়া: মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে দফায় দফায় উত্তেজনা জামুড়িয়ায়।পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতর ঘিরে রেখেছে পুলিশ।
হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের দরবারডাঙ্গা গ্রামের বাসিন্দা, প্রশান্ত বাউরি অভিযোগ করেন তার স্ত্রী পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাড়ি ফেরার সময় তাকে তৃণমূল কংগ্রেসের লোকজন তাড়া করে। যার ফলে তিনি তার স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না। পুলিশ অবশ্য প্রশান্তর কথা শুনে তার স্ত্রীকে খোঁজার জন্য তৎপর হয়। অপরদিকে, সিপিআইএম নেতা কুন্তল চ্যাটার্জী অভিযোগ করেন, ডিসিআরের পয়সা জমা দেওয়ার সময় জামুড়িয়া এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তাদেরকে গালিগালাজ করেন। দু পক্ষের চিৎকার চেঁচামেচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা অভিযোগ অস্বীকার করে জানান সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশকে নষ্ট করার জন্য সিপিআইএম নেতা উস্কানিমূলক কথাবার্তা বলছেন।