New Update
/anm-bengali/media/media_files/2025/05/30/nom2kMKUnXEwM46tu4bY.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এক অজানা নম্বর থেকে ফোন এসেছিল জয়ন্ত হালদারের কাছে। ফোনে তাঁকে বলা হয়েছিল, ‘ফোনটি আপডেট করুন’। তারপর জয়ন্ত বাবুর হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসে। আর সেই লিঙ্কে ক্লিক করতেই ঘটে গেল সর্বনাশ!
সারেঙ্গার জয়ন্ত হালদার চোখের পলক ফেলতে না ফেলতেই অ্যাকাউন্ট থেকে হারান জমানো পুঁজিপুথি। তাঁর কথায়, তিনি কোনও ওটিপি শেয়ার করেননি। অথচ লিঙ্ক ওপেন করতে না করতেই ঘটে যায় বিপত্তি।
/anm-bengali/media/media_files/2025/05/30/61PGVGKQPfcfp5HQgQfS.jpeg)
জয়ন্ত বাবু ছেলেকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করবেন বলে জমিয়েছিলেন টাকা। সেটা এদিন নিমেষে উধাও করে দেয় সাইবার অপরাধীরা। টাকা উধাও এর সাথে বন্ধ করা হয়েছে ইনকামিং কলও। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে জানিয়েছেন সম্পূর্ণ বিষয়। টাকা উদ্ধারের কাজ শুরু করেছেন আধিকারিকরা। কিন্তু আদৌ কি টাকা উদ্ধার করা সম্ভব হবে? কি বলছেন জয়ন্ত হালদার? শুনুন তাঁর মুখ থেকেই –
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us