Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Ebde7J32qe4201bwYDM7.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অদ্ভুত এক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারূপচক গ্রামে।
জানা যায়, আজ রবিবার সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে। সেই যন্ত্রটিতে আবার মিটিমিটি করে আলোও জ্বলছে। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। কী এই যন্ত্রাংশ যেটায় আবার লাইট জ্বলছে?
দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ এসে ঐ যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যন্ত্রটি দেখতে হুলুস্থুলু কাণ্ড পড়ে যায় এলাকায়।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us