ভাইফোঁটায় নিভে যাওয়া প্রদীপ জ্বালাল ‘অকাল ভাইফোঁটা’

দুঃসময়ে মানবতার আলো জ্বেলে, নিভে যাওয়া প্রদীপ আবার প্রজ্জ্বলিত করল দুর্গাপুরের সেই স্বেচ্ছাসেবী সংস্থা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-10-27 161519

হরি ঘোষ, দুর্গাপুর: ভাতৃদ্বিতীয়ার দিনে যেখানে সর্বত্র ভাইদের মঙ্গলকামনায় প্রদীপ জ্বলে, সেখানে দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কাদামাটির মোজরাকোন্দা গ্রামে অন্ধকার নেমেছিল নিঃশব্দে। দারিদ্র্য আর অনটনের আঁধারে নিভে গিয়েছিল উৎসবের আলোকরেখা।

গ্রামের অধিকাংশ পরিবার দিনমজুরির আয়ে চলে। উৎসবের সাজসজ্জা, উপহার, মিষ্টি — এসব তাদের কাছে বিলাসিতা। ঠিক এই বাস্তবতার মধ্যেই দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এল সহানুভূতির হাত বাড়িয়ে। তারা আয়োজন করল ‘অকাল ভাইফোঁটা’।

ধান, দূর্বা আর প্রদীপ জ্বালিয়ে বোনেরা দাদাদের কপালে ফোঁটা দিল, করল মঙ্গল কামনা। সংস্থার সদস্যরা প্রতিটি ভাই-বোনের হাতে তুলে দিল নতুন জামা-কাপড় ও মিষ্টি। হাসি ফুটল ছোট ছোট মুখে।

গ্রামের বাসিন্দা প্রতিমা দাস বলেন, “এই উদ্যোগ সত্যিই অভাবনীয়। আর্থিক অনটনের কারণে আমরা ভাইফোঁটা করতে পারিনি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সবার চোখে জল এসে গিয়েছিল আনন্দে"। সংস্থার কর্তা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা জানতে পেরেছিলাম যে এই গ্রামের মানুষ ভাইফোঁটা করতে পারেননি। তাই আজ আমরা নিজেরাই আয়োজন করেছি অকাল ভাইফোঁটার যাতে ওদের মুখে হাসি ফুটে"।

Screenshot 2025-10-27 161457