চোরাচালান রুখতে নাইট ভিশন ড্রোন ক্যামেরার সাহায্য BSF-এর

ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান বেড়ে গিয়েছে। তার সঙ্গে বেড়েছে অপরাধজনিত কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফের জওয়ানরা নাইট ভিশন ড্রোন ক্যামেরার সাহায্য নিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
indo bangladesh .jpg

নিজস্ব প্রতিনিধি:  ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ ও চোরাচালান মোকাবিলা করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তে নাইট ভিশন ড্রোন  ক্যামেরা ব্যবহার করে একটা অপারেশন চালায়  BSF-এর জওয়ানরা।  যার জেরে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের হাত থেকে তিনটি গবাদি পশু উদ্ধার করা সম্ভব হয়েছে।  এর আগে সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে   BSF জওয়ানরা নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করে সাফল্য পায়। সেই সময় চোরা চালানকারীদের হাত থেকে একাধিক গবাদি পশুকে উদ্ধার করা সম্ভব হয়। উত্তরবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান বেড়ে গিয়েছে। গবাদি পশুর পাশাপাশি  মাদক পাচারের পরিমাণ আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে  BSF-এর  জওয়ানরা নাইট ভিশন ড্রোন ক্যামেরার সাহায্য নিতে হচ্ছে।