মোদির আচ্ছে দিন কা দুকান vs রাহুলের মহব্বত কা দুকান

যেভাবে উত্তরোত্তর প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মধ্যবিত্ত মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে ক্রমাগত। এবার মোদি সরকারের বিরুদ্ধে বাংলায় অভিনব প্রতিবাদ করল কংগ্রেস।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
rahulmodi

হরি ঘোষ, দুর্গাপুর: ক্রমাগত বেড়ে চলেছে সবজির দাম। মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত সিদ্ধান্তের ফলে দাম বাড়ছে সবজির, এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরের আশীষ মার্কেটে 'রাহুলজির মহব্বত কা দুকান' করে অর্ধেক দামে সবজি বিক্রি করে অভিনব প্রতিবাদ যুব কংগ্রেসের। 

রবিবার সকালে দুর্গাপুরের আশীষ মার্কেটে 'মোদিজির আচ্ছে দিন কা দুকান' এবং 'রাহুলজির মহব্বত কা দুকান' করা হয়। অগ্নি মূল্য দামে মোদিজির আচ্ছে দিন কা দুকান করা হয়। অন্যদিকে অর্ধেক দামে রাহুলের মহব্বত কা দুকান করা হয়। ফাঁকা পড়ে থাকে মোদিজির আচ্ছে দিন কা দুকান। আর ভিড় উপচে পড়ে রাহুলজির মহব্বত কা দুকানে। এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হয় যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতিও। দ্রুত কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় তারা।