New Update
/anm-bengali/media/media_files/VSqO02S7rD7LDnLJrL0w.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ আজ বিকেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর এলাকায় বন্যা পরিদর্শনে এলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
তিনি আজ বন্যার্তদের সাথে কথা বলে তাদের হাটে তুলে দেন ত্রাণ সামগ্রী। এরপরে তিনি প্রতাপপুর গয়লা পাড়া এলাকায় শিলাবতী নদীর বাঁধে বসে যাওয়া পাকা বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে বানবাসীর কারণ হিসেবে দোষারোপ করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us