নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: আজ হলদিয়া বন্দরে আসছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।হলদিয়া বন্দর কর্তৃপক্ষ সর্বতভাবে প্রস্তুত।
হলদিয়া বন্দরের সোলার প্ল্যান্টের শুভ উদ্বোধন করবেন ও প্রশাসনিক বৈঠক করবেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বন্দরের অফিসসহ প্রশাসনিক কাজে বিদ্যুতের পরিবর্তে সোলার প্ল্যান্ট তৈরি হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সোলার প্যান্টের মাধ্যমে বন্দরে জাহাজ চলবে। বন্দরের অর্থনৈতিক সাশ্রয় কমাতে সোলার প্যান্টের উপর জোর দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2017/04/cats-3-953978.jpg)