Panchayat Election: মমতার আক্রমণ, জবাব দিলেন নিশীথ

মমতার সব আক্রমণের জবাব দিলেন নিশীথ।

author-image
Aniruddha Chakraborty
New Update
mnb

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না করলেও বুঝিয়ে দিয়েছেন, তাঁর আক্রমণের অভিমুখ কোন দিকে। সীমান্তবর্তী এলাকায় মানুষের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অভিযোগ তুলেছেন মমতা। আর সেসব নিয়ে যে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও হেলদোল নেই, তাও বুঝিয়ে দিতে ছাড়েননি। এবার সেই সব আক্রমণের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

সোমবার বিকেলে জেলার অবস্থার কথা উল্লেখ করে মমতা খোঁচা দিয়ে বলেছেন, তাঁর আফ্রিকায় ঘুরে বেড়ানোর কথা। সোমবার সন্ধ্যাতে জেলায় ফিরে সাংবাদিক বৈঠক ডেকে পাল্টা বিঁধলেন মমতাকে। জানিয়ে দিলেন, তিনি ঘুরতে যাননি। ব্রিকসের সম্মেলনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। শুধু তাই নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ভিড় নিয়েও কটাক্ষ করেন নিশীথ। তৃণমূল নেত্রীর রাজনৈতিক কেরিয়ারে এখনও পর্যন্ত এটিই ‘সবথেকে কম সংখ্যার’ জনসভা বলে খোঁচা দেন বিজেপি সাংসদ। নিশীথের কথায়, ‘যাঁরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে বড় বড় কথা বলার জন্য আসেন, তাঁদের উত্তরবঙ্গের মানুষ সমর্থন করেন না।’

তৃণমূলের জনসভায় ভিড় অনেক কম ছিল বলে মনে করছেন নিশীথ। তাঁর বক্তব্য, জনসভার ছবি দেখে তাঁর মনে হয়েছে কোচবিহার হয়ত পুরুষশূন্য হয়ে গিয়েছে। মহিলা ও শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সভায় নিয়ে আসা হয়েছে বলেও দাবি তাঁর। মমতার সফরের ব্যাখ্যা নিশীথের কাছে ‘জিরো টু দ্য পাওয়ার ইনফিনিটি’।