নিশীথের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উদয়নের

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

author-image
Pallabi Sanyal
New Update
12

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে অশান্তি। এবার উঠছে নিয়ম ভঙ্গের অভিযোগ। নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল সাহেবগঞ্জ বিডিও অফিসে। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নিশানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্য নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছেন উদয়ন। নিশীথ ও বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে মনোননয়ন জমা দেওয়ার নিয়ম ভঙ্গের অভিযোগের পাশাপাশি এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী। 

উদয়নের অভিযোগ, সন্ধ্যা পর্যন্ত নাকি বিডিও অফিসেই বসে ছিলেন নিশীথ। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শেষ করে তারপর বিডিও অফিস থেকে বের হন। কেন্দ্রীয় প্রতি মন্ত্রী ওই এলাকার ভোটার না হওয়া সত্ত্বেও  জেলার বিধায়কদের নিয়ে  রাজ্য ও কেন্দ্রের বাহিনী নিয়ে বিডিও অফিসে ঢুকে প্রার্থীদের মনোনয়ন জমা করিয়েছেন। তার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ এনেছেন উদয়ন।