আগে চায়ের ব্যবসা করতেন, এখন হয়তো সিঁদুরের ব্যবসা করছেন- মোদীকে চরম খোঁচা বাংলার মন্ত্রীর!

মোদীকে নিশানা উদয়ন গুহর।

author-image
Anusmita Bhattacharya
New Update
Modi

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে নাম না করে তাকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা পুরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন কিছু বার্তা দেন যা নিয়ে আলোচনা চলছে নানা মহলে। অপারেশন সিঁদুর নিয়ে এই মন্তব্যে এখন খবরের শিরোনামে মন্ত্রী। 
 
উদয়ন গুহ বলেন, "কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তাঁরা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বইছে। সেই সিঁদুর বিক্রি করার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। আমার বক্তব্য হচ্ছে, এই ভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না"।

udayan