New Update
/anm-bengali/media/media_files/NRWMeAm8fyltLUXHYKtk.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR)-তে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA)-দের পারফরম্যান্স নিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল অসন্তোষ প্রকাশ করার পর, নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস (TMC) নেতা উদয়ন গুহ (Udayan Guha)। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি-কে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন।
তিনি বলেন,''বিএলএ (BLA)-দের সম্পর্কে কোন এলাকায় এই অভিযোগ তোলা হয়েছে, তা আমি ঠিক জানি না, এবং কীসের ভিত্তিতে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে, সেটাও আমরা জানি না।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/04/FVJApmMiAvfWj78RmLo7.webp)
এরপর নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি বলেন,''নির্বাচন কমিশন শুধুমাত্র তৃণমূল সদস্যদের বিরুদ্ধেই এফআইআর (FIR) করার নির্দেশ দিচ্ছে। বিজেপির সদস্যদের বিরুদ্ধে এফআইআর (FIR) করার সাহস তাদের নেই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us